বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচংয়ে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। ১১৫ বছরের এক বৃদ্ধকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ হলেও দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বানিয়াচংয়ের একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করে সেনা সদস্যরা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, শতাধিক বছরের বৃদ্ধের এমন কর্মকাণ্ডে তারা হতবাক।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃত বৃদ্ধের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।