চুনারুঘাট প্রতিনিধি- চুনারুঘাট সরকারী কলেজ মসজিদের গ্রীল চুরি করে বিক্রি করেছে কলেজের অফিস সহকারী নূরুল হুদা ও অফিস সহায়ক ফারুক মিয়া। জানা যায় গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা অনুৃমান ৮ ঘটিকার সময় কলেজ থেকে স্হানীয় ভাঙ্গারী ব্যবসায়ী রুমন মিয়া মসজিদের পুরাতন গ্রীলটি ৩ হাজার ৭শত টাকা দিয়ে ক্রয় করেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে গেলে গ্রীলটি পাওয়া যায় এবং উল্লেখিত ব্যক্তির কাছ থেকে গ্রীলটি ক্রয় করার কথা জানান। এ তথ্য পেয়ে একদল সংবাদ কর্মী চুনারুঘাট সরকারি কলেজে গিয়ে অফিস সহায়ক ফারুক মিয়া কে জিজ্ঞাসা করলে ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নবী হোসেন কে বলেন ঘটনা সত্য হলে তার বিরুদ্বে ব্যবস্হা নেয়া হবে। কলেজ মসজিদের ইমাাম মাওলানা আবু ছায়েদ জানান আমি ও দেখেছি এবং ভাবছি কলেজের ভিতর থেকে ভ্যান গাড়িটি গ্রীল নিয়ে হয়তো মসজিদের মধ্যে রাখবে কিন্তু পরিশেষে দেখলাম কলেজ গেইট বাহিরে চলে গেছে। তার পর আমি কলেজের ভিতরে গিয়ে অফিস সহকারী নুরুল হুদা ও অফিস সহায়ক ফারুক মিয়াকে দেখতে পাই। কলেজের নাইট প্রহরী হোসেন আলী জানান আমি দেখেছি ভাঙ্গারী ব্যবসায়ী গ্রীল গুলো নিতে তবে আমি মনে করেছি এ গুলো পূন নির্মানের কোন কাজে নিয়ে যাচ্ছে। বর্তমানে চুনারুঘাট সরকারি কলেজটি দিন দিন অভিভাবক শুন্য মনে করছেন বিজ্ঞ মহল। চুনারুঘাট উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন চুনারুঘাটবাসী।