চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ইউনিয়নের ঐতিহ্যবাহী জনবহুল রানীগাঁও বাজারে এ কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সমাবেশে মিলিত হয়ে বক্তারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ফ্যাসিবাদী ও তাদের দোসরদের নিষিদ্ধ করে বিচারসহ ৬ দফা দাবি তুলে ধরেন।
মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।
শাখা সেক্রেটারি মাওলানা নুরুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এনামুল হক, সহ-সেক্রেটারি দরছ আলী খান, প্রভাষক মুফতি আমান উল্লাহ আমান প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।