সিলেট প্রতিনিধি:রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে সিলেটবাসীর অবরোধ কর্মসূচি।
আজ শনিবার কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও এলাকার গণ্যমান্য জননেতাদের উপস্থিতিতে জনদুর্ভোগ ও যাত্রীদের চরম ভোগান্তি বিবেচনায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে সিলেটবাসীর উপস্থাপিত ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে।
তারা আরও বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না ঘটে, তবে সিলেটবাসী পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।