চুনারুঘাট প্রতিনিধি :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অনুদান প্রদান করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে এই নগদ অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার।
অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন প্রধান অতিথি অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিজ চেয়ারে না বসে তা প্রবীণ শিক্ষক দিলীপ দেব বাবুকে প্রদান করেন এবং নিজে সাধারণ আসনে গিয়ে বসেন। এ দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন চা-শ্রমিক নেতৃবৃন্দসহ উপস্থিত সবাই।
এ সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন,
“বাগানের মানুষরা মানুষ, আমরাও মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ সৃষ্টি করবে তাদের পরিণতি ভয়াবহ হবে।”
তিনি আরও বলেন,
“এই সামান্য অনুদান বিএনপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও সহমর্মিতা। দুর্গাপূজায় আপনাদের কোনো অসুবিধা হলে আমরা পাশে আছি। স্বাধীনতার এত বছর পরও বাগানবাসীরা উন্নয়ন থেকে বঞ্চিত। আপনাদের চাহিদা সামান্য, আমি চেষ্টা করব সেই চাহিদা পূরণে।”
অনুষ্ঠানে উপস্থিত এক চা-শ্রমিক নেতা বলেন,
“বাগানবাসীরা বারবার নৌকায় ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এবার ধানের শীষে ভোট দিয়ে আমরা পরিবর্তন চাই।”
আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অ্যাডভোকেট আমিনুল ইসলামকে “সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি” হিসেবে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে তার বিজয় প্রত্যাশা করেন।