চুনারুঘাটে পিএসসি সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সংবর্ধনা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেছেন, “বর্তমান প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। কর্মক্ষেত্রে সফল হতে হলে টেকনিক্যাল শিক্ষার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “মেধাবী জাতি না হলে আমরা পিছিয়ে পড়ব। তাই মোবাইল আসক্তি থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।”
রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যায়) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাটপাড়া আইডিয়েল একাডেমির উদ্যোগে নিজ এলাকা সফরে আসা পিএসসি সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের সভাপতি দিপক দেবের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত জালাল, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শওকত হোসেন রিপন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম, এডভোকেট আব্দুস সবুর তরফদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক কাজী আবু সাইদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা প্রভাষক আব্দুল করিম ও কাজী হারুনুর রশিদ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষা খাতের মানোন্নয়নে বিভিন্ন দাবি–দাওয়া তুলে ধরেন।
সংবর্ধনা শেষে সচিব মো. আব্দুর রহমান তরফদার শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।