1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে সমর্থনে চুনারুঘাটের শানখলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কালেঙ্গায় বন ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতামূলক সভা চুনারুঘাটে স্বাস্থ্য সহকারী ঝলক মিয়া কে কারাগারে প্রেরণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত এডভোকেট মীর তানজিলা আক্তার: চুনারুঘাটের মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত এক তরুণ সমাজকর্মী চুনারুঘাটে মসজিদের জমি গনহারে বিক্রির অভিযোগ। চুনারুঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি বাহুবলে রশিদপুর চা-বাগান থেকে ৬ জুয়াড়ী আটক নবীগঞ্জে পিতার হাতে কন্যা নি*হত — পিতা আটক

চুনারুঘাটে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে সমর্থনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

উপজেলা–পৌর–কলেজ ছাত্রদলের পথসভা ও মিছিল অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের প্রতি সমর্থন জানিয়ে চুনারুঘাটে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পথসভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে পৌরশহর জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের ঢল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার। তিনি বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক কারা-নির্যাতিত সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল সিদ্দিকী ও শাহ্ নেওয়াজ। সভায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিদ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করতে হবে। ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একইসঙ্গে শৃঙ্খলাবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

পথসভার আগে অনুষ্ঠিত বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট