
চুনারুঘাট প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ইউনিয়ন বিএনপির আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ এস.এম. ফয়সল।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল আজিজ। সঞ্চালনায় ছিলেন চুনারুঘাট উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. ফয়সল বলেন—
“ধানের শীষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে চুনারুঘাট–মাধবপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন বন্ধ করব। আইন নিজের গতিতেই চলবে। হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলছি—আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশেই আমি আছি, থাকব।”
তিনি আরও বলেন—
“আমি বারবার ব্যর্থ হয়েছি, তবুও আপনাদের কাছেই ফিরে এসেছি। কখনো অভিযোগ করিনি, করবও না। এবার আমাকে সুযোগ দিলে তারেক রহমান আপনাদের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।”
এ সময় চুনারুঘাট–মাধবপুরের তরুণদের কাছে জনপ্রিয়, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন—
“মাধবপুরে যেমন বাগান শ্রমিক ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, চুনারুঘাটেও তেমন কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে এসেছি অধিকার নিয়ে—আর সেই অধিকার নিয়েই আপনাদের সমস্যার সমাধান করবো।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান শফিকুর রহমান, হবিগঞ্জ জজ কোর্টের বিএনপি নেতা আব্দুল হাই পিপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহানেওয়াজ সাইফুল সিদ্দিকীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে শত শত চা-শ্রমিকসহ অসংখ্য মানুষের ঢল লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দেওরগাছ ইউনিয়নের এই গণজোয়ার বিএনপির প্রার্থী এস.এম. ফয়সলের নির্বাচনী প্রচারণায় নতুন উচ্ছ্বাস ও গতি সঞ্চার করেছে।