1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমেরিকায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন চুনারুঘাটের সাইদুজ্জামান তানভীর চুনারুঘাটে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে দেওরগাছ ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা — এস.এম. ফয়সলকে সমর্থনে নেতাকর্মীদের ঢল চুনারুঘাটে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসবে বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের অংশগ্রহণ চুনারুঘাটে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে সমর্থনে চুনারুঘাটের শানখলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কালেঙ্গায় বন ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতামূলক সভা চুনারুঘাটে স্বাস্থ্য সহকারী ঝলক মিয়া কে কারাগারে প্রেরণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত এডভোকেট মীর তানজিলা আক্তার: চুনারুঘাটের মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত এক তরুণ সমাজকর্মী

আমেরিকায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন চুনারুঘাটের সাইদুজ্জামান তানভীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র মোঃ সাইদুজ্জামান তরফদার (তানভীর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের লিভিংস্টন স্ট্রিট এলাকায় অবস্থিত সেন্ট ফ্রান্সিস কলেজ থেকে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স ও বিজনেস ম্যানেজমেন্টে বিশেষায়িত এমএস ইন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইউএসএ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মোঃ সাইদুজ্জামান তানভীরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এসময় তানভীর জানান, তার শিক্ষা জীবনের পথচলা শুরু হয় ২০০৪ সালে ঢাকায় তৃতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার মাধ্যমে। দীর্ঘ পথচলায় নানা উত্থান-পতন সত্ত্বেও ভাই-বোনদের ভালোবাসা, আত্মীয়দের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া তার এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি আবেগভরে বলেন—

“পাঁচ বছর বয়স থেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখতাম, কিন্তু লক্ষ্য ছিল না। মহামারীর পর সেই স্বপ্ন লক্ষ্য হয়ে ওঠে। তিন বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও বন্ধু জামিল আহমেদের পরামর্শে আমার গন্তব্য বদলে যুক্তরাষ্ট্র হয়। আজ তার প্রতি আমি কৃতজ্ঞ।’’

তিনি আরও জানান, ফুফাতো ভাই ও ভগ্নিপতি মিজানুর রহমান তার পড়ালেখার পুরো সময়টায় যে নিবিড় যত্ন ও আর্থিক সহায়তা দিয়েছেন, তার কাছে তিনি চিরকৃতজ্ঞ। ঢাকায় তাদের বাসায় থেকেই তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সব ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

মোঃ সাইদুজ্জামান তরফদার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মরতুজ আলী তরফদারের পুত্র। তিনি দৈনিক সংগ্রামের চুনারুঘাট প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শেখ মোঃ হারুনুর রশিদের শ্যালক।

পরিবারে ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। ছোট ভাই ওয়াহিদুজ্জামান তানিম বর্তমানে চাটপাড়া ফাজিল মাদ্রাসায় ফাজিল চূড়ান্ত পরীক্ষার্থী। তাদের বাবা চুনারুঘাট সদর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে অবসর নেন। ২০০২ সালে তাদের মায়ের মৃত্যু হলে মেজো বোন তানভীরকে ঢাকায় নিয়ে গিয়ে লেখাপড়ার দায়িত্ব নেন।

তানভীর তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সাভার আনিস মেমোরিয়াল একাডেমিতে, ২০১১ সালে মুসলিম মডার্ন একাডেমি থেকে এসএসসি, বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাষ্ট্র গমন করেন।

তিনি তার প্রিয় বাবা, ভাই-বোন, বন্ধু জামিল আহমেদসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উজ্জ্বল ভবিষ্যতের পথে সকলের দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট