1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের নিচে লুকানো পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ অতীতে রাজনীতির নামে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে : ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাতে অভিযান, দুইজনের কারাদণ্ড মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার : এম নাসের রহমান বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার শ্রীমঙ্গলে সামাজিক সচেতনতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। চুনারুঘাটে বিএনপি প্রার্থী এস এম ফয়সলের পক্ষে যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ চুনারুঘাট পৌরসভার বাসুদেব বাড়ি উৎসব অনুষ্ঠিত বাহুবল প্রেসক্লাবের সঙ্গে সিমি কিবরিয়ার মতবিনিময়

নির্বাচিত হলে নালমুখ খোয়াই নদীতে ব্রীজ ও কলেজ নির্মাণ করা হবে — আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে মিরাশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মিরাশী ইউনিয়ন অফিস মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদার শ্যামল। সাধারণ সম্পাদক আবু তাহের লীল মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার ও প্রভাষক কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে হাজারো নেতা–কর্মীর ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন,
“হবিগঞ্জ-৪ আসনের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আবারও একসঙ্গে মাঠে নেমেছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের আরও সুসংগঠিত হতে হবে। নির্বাচিত হলে নালমুখে খোয়াই নদীর ওপর ব্রীজ ও একটি কলেজ নির্মাণ করা কোনো ব্যাপারই না।”

তিনি আরও বলেন,
“এই আসন বিএনপির ঘাঁটি। নেতাকর্মীরা যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, সেই আস্থা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, রানিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছালেহ মোঃ শফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন—
আব্দুল মনাফ, ঠিকাদার মাসুক মিয়া, মেম্বার কবির মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সায়েম, মর্তুজ তরফদার, ফারুক আহমেদ, হাবিব তালুকদার, ছাত্রদল সভাপতি রিপনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দলীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট