
আহত অর্ধশতাধিক, নোয়াপাড়া বাজার পরিণত হয় রণক্ষেত্রে**
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের বাগবিতণ্ডা শেষ পর্যন্ত দুই গ্রামের মানুষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। রোববার দুপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইটাখোলা গ্রামের নাজমুল ও ব্যাঙাডোবা গ্রামের তানজিল একই কোম্পানিতে চাকরি করেন। শনিবার কাজ শেষে কোম্পানির গেইটে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
রোববার দুপুরে নোয়াপাড়া বাজারে তাদের মধ্যে আবারো বাকবিতণ্ডা হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সংঘর্ষে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বাজারের বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এতে পুরো নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নোয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।”
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি পর্যায়ে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও গ্রামভিত্তিক আহতের সংখ্যা অর্ধশতাধিকের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।