
চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় এক লক্ষাধিক টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গাঁজা পাচারের তথ্য পায় বিজিবি। এর প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপন টহল পরিচালনা করে।
এসময় ভারতীয় দিক থেকে কয়েকজন চোরাকারবারি বস্তায় করে গাঁজা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৩০ কেজি মালিকবিহীন ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
জব্দ করা মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানায়।