
নিজস্ব প্রতিনিধি :মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন আজ দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি সাহেব বাড়িতে প্রতিষ্ঠিত ইসলামী মিশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইসলামী মিশনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিকতা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মাননীয় ধর্ম উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী মিশনের দায়িত্বশীলরা।
পরিদর্শন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টা ইসলামী মিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।