
সিলেট প্রতিনিধি:সিলেটে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে একাত্তর টিভির এক সাংবাদিককে হেনস্তার অভিযোগে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার হাদী হত্যার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি চলার সময় একাত্তর টিভির সাংবাদিক ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় এক বিক্ষোভকারী তাকে উদ্দেশ করে আপত্তিকর স্লোগান দেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ বলে আখ্যা দিয়ে হেনস্তা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং অভিযুক্ত বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যান। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক সমাজের প্রতিনিধিরা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।