
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার এলাকা থেকে এমরান মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) রাতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমুরোড বাজার এলাকা থেকে তাকে আটক করে।
আটক এমরান মোল্লা আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা। তিনি আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে আদালতের সোপর্দ করা হয়েছে।