নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় আজ চার ঘণ্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় শহরের ডজন খানেক দোকানে অগ্নিসংযোগ করা হয় এবং অন্তত চারটি পয়েন্টে অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়।
উল্লেখযোগ্য সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ ও যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় আজ রাতেই প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গ্রেফতার অভিযানে নামার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন, শহরের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।