
এলাকাজুড়ে শোকের ছায়া, হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে
জামাল হোসেন লিটন, চুনারুঘাট থেকে:
চুনারুঘাট উপজেলার রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আদমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার, এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দুই পর্বে জানাজা, সর্বস্তরের মানুষের ঢল
মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায় আদমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বিকেল ৬টায় পাইকপাড়া শাহী ঈদগাহ মাঠে।
দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী।
বিনম্র শ্রদ্ধা ও স্মৃতিচারণে ভেসে উঠল জীবনের অবদান
জানাজার আগে ও পরে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
তাদের মধ্যে উল্লেখযোগ্যঃ
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান
সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু
হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান আউয়াল
ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতা আলহাজ মাওলানা শাহজালাল আহমদ আকঞ্জী
কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ মাওলানা ছোলাইমান খান রাব্বানী
অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম জাফরী
জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার আলম গোলাপ
কাজী মাওলানা আব্দুল খায়ের শানু
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার শুক রানা
ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার
সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার
ও এলাকার বহু গন্যমান্য ব্যক্তি।
বক্তারা বলেন, “মাওলানা কাইয়ুম তরফদার ছিলেন একজন আপোষহীন ইসলামী চিন্তাবিদ, মানবিক গুণে ভরপুর নেতা ও শিক্ষানুরাগী সমাজসেবক। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।”
শোকাবহ বিদায় – এলাকাজুড়ে শোকের মাতম
মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়।
তাঁর এক নজর দেখতে ও শেষ বিদায় জানাতে হাজারো মানুষ ভিড় করে জানাজার মাঠে। ছাত্র, শিক্ষক, রাজনৈতিক সহকর্মী, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষ এই প্রিয় নেতার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায়।
চুনারুঘাটবাসীর হৃদয়ে সদা বেঁচে থাকবেন মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা দোয়া করছেন।