
নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জপ্রতিনিধি:চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়া সিএনজি শ্রমিক ও কার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন। শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরাসরি মাঠে নেমে তাদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, “গ্যাসের দুর্ভিক্ষ শুধু একটি সমস্যা নয়, এটি হাজারো পরিবারের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। জনপ্রতিনিধি হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
শ্রমিক নেতারা জানান, গ্যাস সংকটের কারণে প্রতিদিনই তাদের আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। এমন সময়ে একজন প্রার্থীর সরাসরি পাশে দাঁড়ানো তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট–মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার এস এ সাজন। তার প্রতীক ‘জয় ফুটবল’। তিনি আগামী ১২ তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে শ্রমজীবী মানুষের পক্ষে থাকার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।