
নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আওতাধীন পূর্ব পীরেরগাঁও এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে কৃষিজমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় হাতেনাতে ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু মেশিন জব্দ করা হয়। অভিযানকালে মোঃ লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃত মোঃ লিটন মিয়া (৩৫), পিতা—মোঃ নিম্বর আলী, সাং—গংগানগর, ২নং আবম্মদাবাদ ইউনিয়নকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।