
চুনারুঘাট প্রতিনিধি : হাইকোর্টে শুনানি শেষে স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস. এ. সাজন-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আইনি লড়াইয়ে জয়ী হয়ে তিনি তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন।
রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, “এই রায় প্রমাণ করে—সত্যের জয় হয়, ইনসাফ কখনো হার মানে না। এটি আমার জন্য এক প্রাথমিক জয়ের আনন্দ।” তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, দোয়া করেছেন ও সাহস জুগিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, “আগামী দিনের পথ আরও দায়িত্বপূর্ণ। সবাই আমার জন্য দোয়া করবেন—যাতে আমি সততা, ইনসাফ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার এস এ সাজন স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে চুনারুঘাট–মাধবপুর (হবিগঞ্জ–৪) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাইকোর্টের এই রায়কে তার রাজনৈতিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সমর্থকরা।