1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চুনারুঘাটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অনুদান বিতরণ বড়দিন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের সঙ্গে গির্জা প্রতিনিধিদের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মহাশ্মশান কালী মন্দিরে কালী পূজা পরিদর্শন ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ অভিযান সিলেটে একাত্তর টিভির সাংবাদিককে হেনস্তার অভিযোগে বিক্ষোভকারী আটক সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটের চাকলাপুঞ্জিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনারুঘাটে চিহ্নিত অপরাধী ‘ডেবিল সাহারাজ মুহরী’ গ্রেপ্তার চুনারুঘাটে জারুলিয়া বাজারে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ : আবেদ আলী সহ ২ জন আহত।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চুনারুঘাটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অনুদান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. বিবেক চন্দ্র রায়, অধ্যক্ষ, লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, সিলেট; ড. অসীম কুমার দাস, প্রকল্প পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্প; মোঃ নুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, হবিগঞ্জ; মোঃ শহিদুল ইসলাম, উপপরিচালক, জেলা দুগ্ধ খামার, সিলেট; শরীফুল আলম, জেলা মৎস্য অফিসার, হবিগঞ্জসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক, জেলা ট্রেনিং অফিসার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি , চান্দপুর ও লস্করপুর চা বাগানের ম্যানেজারবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চুনারুঘাট। তিনি জানান, এ পর্যন্ত প্রকল্পের আওতায় ৫,০১৯টি পরিবার সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এবং ২০২৫–২৬ অর্থবছরে আরও ৮৯৭টি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বেসলাইন জরিপ অনুযায়ী প্রায় ২,০০০-এর অধিক পরিবার এখনও সুবিধাবঞ্চিত, যাদের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্ত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ভেটেরিনারি সেবা, প্রশিক্ষণ ও পরামর্শ পাবে, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর টেকসই উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি, পুষ্টির উন্নয়ন এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি প্রাণির রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য জনগণকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগের আহ্বান জানান।
প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস তাঁর বক্তব্যে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে প্রকল্প সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস বলেন, আজকের এই ছাগল বিতরণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি চুনারুঘাট উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আশা, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।
অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। অনুদান হিসেবে প্রত্যেক সুফলভোগীকে ২টি করে ছাগল, ৫০ কেজি ছাগলের খাদ্য, ৫টি প্লাস্টিক ফ্লোরম্যাট, ৪টি খুঁটি ও ২টি করে ঢেউটিন প্রদান করা হয়।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পরিচালক ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট