
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ ফজলুল হক তরফদার। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও এলাকার মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এর আগে তিনি একবার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়ে শিক্ষা অঙ্গনে প্রশংসিত হন।
তার এই অর্জনে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষা ও নৈতিকতায় আরও এগিয়ে যাবে।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ ফজলুল হক তরফদার বলেন, “এই স্বীকৃতি একার নয়, এটি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষা মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে এই সম্মাননা চুনারুঘাট উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন