
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাটিয়াজুরী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা, সাবেক চেয়ারম্যান ও সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট সরকার মোঃ শহীদ।
সভায় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন ও দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।