
নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গণভোট ২০২৬ উপলক্ষে এবং জুলাই সনদ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান।
সভায় গণভোট ২০২৬-এর গুরুত্ব, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জুলাই সনদের মূল বিষয়বস্তু, প্রাসঙ্গিকতা এবং জনগণের মাঝে সঠিক তথ্য উপস্থাপনে সংবাদকর্মীদের ভূমিকা তুলে ধরা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জনাব জিয়াউর রহমান বলেন, “গণভোট ২০২৬ ও জুলাই সনদ সম্পর্কে সঠিক ও দায়িত্বশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় স্বচ্ছ ও তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”