
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ–১ আসনের প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিমি কিবরিয়া সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত হলে বাহুবল উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হবে।
মতবিনিময় সভায় তিনি তাঁর শ্বশুর, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সিমি কিবরিয়া বলেন, শাহ এম এস কিবরিয়া এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতেই ডা. রেজা কিবরিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বাহুবল উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। জবাবে সিমি কিবরিয়া জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।