
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ দ্বিতীয়বারের মতো আগামীকাল চুনারুঘাট উপজেলায় আসছে। এ উপলক্ষে উপজেলার তিনটি স্থানে—দুটি চা বাগান ও চুনারুঘাট পৌর বাজার এলাকায়—গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে চণ্ডিছড়া চা বাগান ও লালচাঁন্দ চা বাগানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় চুনারুঘাট পৌর বাজারের গোল চত্ত্বরে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।