চুনারুঘাট প্রতিনিধি: মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৯ জুন) দুপুর ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার রতনপুরে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেন।
আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাল গ্রামের মো: ইসমাইল মিয়ার পুত্র মো: শরিফ মিয়া (১৮) ও একই উপজেলার আমরুডের কুদ্দুস মিয়ার পুত্র মো: রায়হান উদ্দিন (১৮)।
ধৃত আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।